হালিমের জ্বালানিহীন বিদ্যুত উদ্ভাবন
হাফেজ আঃ হালিম আজ স্বপ্ন দেখেন আর কখনো কানসাটের ঘটনার পুনরাবৃত্তি হবে
না। বিদ্যুৎ বিভ্রাটে জাতীয় উন্নয়নের চাকা থেমে যাবে না। জ্বালানি আমদানিতে
অর্থনৈতিক সঙ্কটে পড়বে না দেশ। সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে জ্বালানি ছাড়াই
বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা দেশের মানুষের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা
পূরণ করবে। হাফেজ হালিম এলাকায় এখন বেশ পরিচিত। কিছু দিন আগেও শান্তশিষ্ট
আত্মভোলা এ মানুষটিকে কেউ হাফেজ সাহেব, কেউ ইমাম সাহেব বা ঘড়ির মিস্ত্রি
হিসেবে চিনতো। কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন পরিচয় তার। জ্বালানি ছাড়াই
বিদ্যুৎ উৎপাদন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এলাকায়। প্রায় তিন বছর আগে
জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করেন তিনি। জ্বালানিবিহীন উৎপাদিত
বিদ্যুৎ দিয়ে হাফেজ হালিম নিজের বাড়িতে একটি ফ্যান চালাচ্ছেন এবং ৬০টি
ভোল্টেজের একটি বাল্ব জ্বালাচ্ছেন সফলভাবে। অর্থনৈতিক সচ্ছলতা থাকলে তিনি
ব্যাপকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহী। এই আবিষ্কার দেখতে শত শত মানুষ তার
বাড়িতে ভিড় জমাচ্ছে প্রতিদিন। হালিমের এ আবিষ্কার উপজেলা নির্বাহী অফিসার
খালেদ মামুন চৌধুরীসহ ইমাম ট্রেইনিং সেন্টার রাজশাহীর সহকারী পরিচালক এবং
আরো কয়েক ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে গেছেন। চুরির ভয়ে তিনি সাধারণ মানুষকে
তার আবিষ্কার দেখাতে চান না। ইতিমধ্যেই হাফেজ হালিমের আবিষ্কার বাণিজ্যিক
উৎপাদনের জন্য বেশ কিছু কম্পানি আগ্রহ প্রকাশ করেছে; কিন্তু এ মুহূর্তে
কম্পানির নাম বলতে তিনি অস্বীকার করেন। তার আবিষ্কার সরকারি কোনো দফতরে
রেজিস্ট্রেশন করা হয়নি । তবে তিনি রেজিস্ট্র্রেশনের জন্য প্রস্তুতি
নিচ্ছেন। তিনি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের
সংশ্লিষ্ট বিভাগের ও সর্বস্তরের মানুষের কাছে এ আবিষ্কারের বাণিজ্যিক
উৎপাদনের জন্য সহযোগিতা চেয়েছেন।
প্রকাশঃ দৈনিক যায়যায়দিন,২৭ অক্টোবর,০৭
মুসলিম দাতব্য সংস্থা
-
https://islamicrelief.org.bd/
মুসলিম দাতব্য সংস্থা যুক্তরাষ্ট্রে শীর্ষ ১০এ
কায়রো থেকে অন ইসলাম : মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ ১০টি দাতব্য সংস্থার মধ্যে
এক...
No comments:
Post a Comment