সন্তানকে ওয়াশিং মেশিনে রেখে পাগলপ্রায় পিতা-মাতা
বাংলা-এক্সপ্রেসঃ নিজের ছোট্ট সন্তানটিকে খেলার ছলে ভয় দেখাতে এক পিতা-মাতা তাকে লন্ড্রির দোকানের এক ওয়াশিং মেশিনের ভেতর রাখলেন। এরপর দরজা বন্ধ করে দিলেন। এদিকে ওয়াশিং মেশিনে অটো-লক সিস্টেম থাকায় ওই দম্পতির সহাস্য কৌতুক পরিণত হয় কান্নার রোলে।
দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনা-আপনি
চালু হয়ে যায় মেশিনটি। ওই দম্পতি নিজেদের বোকামি বুঝতে পেরে পাগলের মতো
ওয়াশিং মেশিনের দরজা খুলে শিশু-পুত্রটিকে বের করার চেষ্টা করেন। মা ছুটে
গেলেন হলের বাইরে। চিৎকার করে সাহায্য চাইলেন। এরপর মা দরজা খোলার চেষ্টা
করতে লাগলেন। ছুটে সাহায্য চাইতে গেলেন পিতা। এ সময় উপস্থিত বুদ্ধিসম্পন্ন
এক ব্যক্তি ওয়াশিং মেশিনের প্রধান সংযোগটি বিচ্ছিন্ন করলেন। এরই মধ্যে
সেখানে জড়ো হয়েছেন বেশ কয়েকজন। অবশেষে অনেক চেষ্টার পর ওয়াশিং মেশিনের
দরজাটি খোলা সম্ভব হলো। সন্তানকে বের করে আনলেন পিতা। জড়িয়ে ধরলেন মা।
সন্তানকে সুস্থ পেয়ে পিতা-মাতা রীতিমতো বাকরুদ্ধ। এ খবর দিয়ে অনলাইন মেইল
জানিয়েছে, পুরো দৃশ্যটি লন্ড্রির দোকানের ক্যামেরায় ধারণ করা হয়েছে।
এরই মধ্যে তা ছাড়া হয়েছে ইউটিউবে। ২৬ হাজারেরও বেশি মানুষ দেখেছেন
ভিডিওটি।
Source: http://www.banglaexpress.net
No comments:
Post a Comment