Saturday, May 5, 2012

ওয়ালটন ফ্রিজ তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার

ওয়ালটন ফ্রিজ তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার

By on July 31, 2012

 

বিজবিডি নিউজ: ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর বা ফ্রিজ তৈরিতে ত্রখন ন্যানো পার্টিকেল ব্যবহার করা হচ্ছে। উন্নত বিশ্বে ত্রই প্রযুক্তি ইলেকট্রনিক, অটোমোবাইল, রাসায়নিক, খাদ্যশিল্প ও চিকিৎসাবিজ্ঞানে ব্যবহার করা হচ্ছে। ওয়ালটনের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আশরাফুল আম্বিয়া জানান, ইলেকট্রনিক পন্য তৈরির ÿেত্রে ন্যানোর ব্যবহার খুবই গুরম্নত্বপূর্ণ। ত্রই প্রযুক্তি ব্যবহারের ফলে ওয়ালটন রেফ্রিজারেটর বা ফ্রিজ ত্রখন অনেক বেশি আধুনিক ও কার্যকর হয়ে উঠেছে। ওয়ালটনের রেফ্রিজারেটর বা ফ্রিজ তৈরির জন্য কোরিয়া থেকে ন্যানো পার্টিকেল আমদানি করা হচ্ছে। রেফ্রিজারেটরের ভেতরে খাদ্য ও পন্য সংরÿণের যেসব যন্ত্রাংশ ও পস্নাস্টিকের পকেট থাকে সেগুলো তৈরি করার সময় মূল উপকরণের সঙ্গে ন্যানো পার্টিকেল মেশানো হয়। আশরাফুল আম্বিয়া আরও বলেন, ন্যানো প্রযুক্তি ব্যবহারের ফলে রেফ্রিজারেটরে সংরÿিত খাদ্যপন্য দীর্ঘদিন টাটকা থাকে।

Source: http://newsmedia24.net

 

No comments:

Post a Comment