বায়ু
বিদ্যুতের সার্বিক মূল্য- তুলনা অন্যান্য
প্রক্রিয়ার সঙ্গে ..
[
বায়ু-বিদ্যুৎ-এর সার্বিক উৎপাদন মূল্য
নিরূপন করা হয়েছে যুক্তরাজ্যের বায়ু-বিদ্যুৎ
প্রকল্পকে সামনে রেখে । তুলনা করা হয়েছে
কয়লা-বিদ্যুৎ এবং পারমানবিক-বিদ্যুৎ
উৎপাদন মূল্যের সঙ্গে, ২০১০ খ্রী-র
অর্থমূল্যে । ]
ঘোষণা
করা হয়েছিল, ২০১১ খ্রী-তে যুক্তরাজ্যের
মোট বিদ্যুৎ ব্যবহারের ১০ শতাংশ উৎপাদিত
হবে পূনর্নবীকরণ শক্তি উৎস থেকে । ইউরোপীয়
ইউনিয়নের পূনর্নবীকরণ শক্তি উৎস ব্যবহারের
এবং যুক্তরাজ্য সরকারের কারবন-নিঃসরণ
কমানোর নীতির সঙ্গে সাযুজ্য রেখে এই
সবুজ-শক্তির অংশ বাড়ানো হবে ৩০-শতাংশ
মতন, ২০২০ খ্রী-তে ।
পাশাপাশি, ২০১৫ খ্রী নাগাদ যুক্তরাজ্যের ১১.৪ গিগা-ওয়াট কয়লা- বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে এবং ২০২০ খ্রী-নাগাদ ৭ গিগা-ওয়াটের পারমানবিক বিদ্যুৎকেন্দ্র বি-নিযুক্তি করা হলে গ্রীডে এদের জন্য মোট ২৩ শতাংশ বিদ্যুৎ-সংযোগ কমে যাবে । প্রশ্ন থেকে যায় এর ফলে মেগা-ওয়াট প্রতি বিদ্যুৎমূল্য কত পরিবর্তিত হবে কয়লা-, গ্যাস- এবং পারমানবিক- বিদ্যুতের তুলনায় ?
পাশাপাশি, ২০১৫ খ্রী নাগাদ যুক্তরাজ্যের ১১.৪ গিগা-ওয়াট কয়লা- বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে এবং ২০২০ খ্রী-নাগাদ ৭ গিগা-ওয়াটের পারমানবিক বিদ্যুৎকেন্দ্র বি-নিযুক্তি করা হলে গ্রীডে এদের জন্য মোট ২৩ শতাংশ বিদ্যুৎ-সংযোগ কমে যাবে । প্রশ্ন থেকে যায় এর ফলে মেগা-ওয়াট প্রতি বিদ্যুৎমূল্য কত পরিবর্তিত হবে কয়লা-, গ্যাস- এবং পারমানবিক- বিদ্যুতের তুলনায় ?
বায়ু-বিদ্যৎ
উৎপাদনের সার্বিক 'খরচ'
এটা নির্ভর করে চারটি উপাদানের উপর : বায়ুর গড় দ্রুতি, যন্ত্রপাতির মূল্য, অর্থলগ্নীর সর্ত, এবং পরিচালন ব্যয় । কোনও একটা মূল্য ধরে দেওয়া সহজ নয় ; অতএব সার্বিক উৎপাদন খরচা (generation cost)হিসাব করতে হলে এবং অন্যান্য উৎপাদন- প্রযুক্তির সঙ্গে তুলনা করতে হলে ওপরের চারটি উপাদানকে হিসাবে আনতে হবে, ( উদাহরণ-স্বরূপ, চিত্র ১ ) ।
এটা নির্ভর করে চারটি উপাদানের উপর : বায়ুর গড় দ্রুতি, যন্ত্রপাতির মূল্য, অর্থলগ্নীর সর্ত, এবং পরিচালন ব্যয় । কোনও একটা মূল্য ধরে দেওয়া সহজ নয় ; অতএব সার্বিক উৎপাদন খরচা (generation cost)হিসাব করতে হলে এবং অন্যান্য উৎপাদন- প্রযুক্তির সঙ্গে তুলনা করতে হলে ওপরের চারটি উপাদানকে হিসাবে আনতে হবে, ( উদাহরণ-স্বরূপ, চিত্র ১ ) ।
[
প্রবন্ধে উৎপাদন 'খরচা' বলতে বোঝাচ্ছে
সার্বিক উৎপাদনের জন্য খরচ, উৎপাদন
'মূল্য' বলতে বোঝাবে শুধু উৎপাদনের
খরচ । ক্যাপিটাল খরচা প্রাথমিক ভাবে
হল স্থাপনা-সহ যন্ত্রপাতির খরচ, তবে
প্রকল্পের স্থান একটা বিশেষ উপাদান,
বায়ুর দ্রুতি হিসাবে ধরলে সব থেকে ভালো
স্থান হল বেশি মূল্যের । ]
বায়ুর দ্রুতি সম্পূর্ণভাবে স্থানের উপর নির্ভরশীল, এবং আর্থিক সর্তাদি(financial terms)নির্ভর করে সেই রাজ্যের প্রচলিত আর্থিক বিধিব্যবস্থার উপর যেখানে প্রকল্পটি রূপায়িত হচ্ছে এবং আংশিকভাবে প্রকল্প নিরূপকের উপর । কোনও স্থানের বায়ুর গড় দ্রুতির সঙ্গে একটা সোজাসুজি সম্পর্ক আছে সেই ফার্মের ধারণ-গুণনীয়কের(capacity factor)। আর্থিক খরচ ধরা হয়েছে অন্যান্য বিদুৎ-প্রকল্পের সঙ্গে সাযুজ্য রেখে, মূদ্রাস্ফীতি এবং ঋণশোধের সময়সীমা ধরে ।
বায়ু-বিদ্যুৎ প্রকল্পের খরচ তুলনা করা যেতে পারে জীবাশ্ম-জ্বালানি ব্যবহৃত বিদ্যুতের সঙ্গে, যদি জ্বালানির মূল্য ধরা হয় । অবশ্য ভিন্ন প্রযুক্তির জন্য কিছু তফাৎ হবে যার জন্য পরিচালন ও রক্ষণাবেক্ষণ বাবদ তাপীয় বিদ্যুতের ক্ষেত্রে হিসাব করা হবে মেগা-ওয়াট প্রতি, এবং সৈকতাশ্রয়ী বা সৈকত থেকে দূরের বায়ু বিদ্যুৎ হিসাব হবে বৎসরে কিলো-ওয়াট প্রতি ( সারণী ২ ) ।
সব ক্ষেত্রেই নূতন প্ল্যাণ্ট গণ্য করা হয়েছে যদিও এতে পারমানবিক-এর ক্ষেত্রে কিছু অসুবিধা হবে, যা' যথা সময়ে আলোচিত হবে ।
বায়ুর দ্রুতি সম্পূর্ণভাবে স্থানের উপর নির্ভরশীল, এবং আর্থিক সর্তাদি(financial terms)নির্ভর করে সেই রাজ্যের প্রচলিত আর্থিক বিধিব্যবস্থার উপর যেখানে প্রকল্পটি রূপায়িত হচ্ছে এবং আংশিকভাবে প্রকল্প নিরূপকের উপর । কোনও স্থানের বায়ুর গড় দ্রুতির সঙ্গে একটা সোজাসুজি সম্পর্ক আছে সেই ফার্মের ধারণ-গুণনীয়কের(capacity factor)। আর্থিক খরচ ধরা হয়েছে অন্যান্য বিদুৎ-প্রকল্পের সঙ্গে সাযুজ্য রেখে, মূদ্রাস্ফীতি এবং ঋণশোধের সময়সীমা ধরে ।
বায়ু-বিদ্যুৎ প্রকল্পের খরচ তুলনা করা যেতে পারে জীবাশ্ম-জ্বালানি ব্যবহৃত বিদ্যুতের সঙ্গে, যদি জ্বালানির মূল্য ধরা হয় । অবশ্য ভিন্ন প্রযুক্তির জন্য কিছু তফাৎ হবে যার জন্য পরিচালন ও রক্ষণাবেক্ষণ বাবদ তাপীয় বিদ্যুতের ক্ষেত্রে হিসাব করা হবে মেগা-ওয়াট প্রতি, এবং সৈকতাশ্রয়ী বা সৈকত থেকে দূরের বায়ু বিদ্যুৎ হিসাব হবে বৎসরে কিলো-ওয়াট প্রতি ( সারণী ২ ) ।
সব ক্ষেত্রেই নূতন প্ল্যাণ্ট গণ্য করা হয়েছে যদিও এতে পারমানবিক-এর ক্ষেত্রে কিছু অসুবিধা হবে, যা' যথা সময়ে আলোচিত হবে ।
বর্তমান
খরচ - সৈকতাশ্রয়ী বায়ু প্রকল্প
(ক) উপস্থাপনা খরচ :
যুক্তরাজ্যে অধুনা প্রকাশিত বায়ু-ফার্মের উপস্থাপন-মূল্য £ ১,২৫৯ কিলো-ওয়াট প্রতি থেকে £ ১,৫৭৩ যার ভারযুক্ত গড় হল ঢ ১,৩৩৪ প্রতি কিলো-ওয়াট । Department of Energy and Climate Change (DECC) -এর রিপোর্ট-এ ২০০৯-খ্রীর তথ্য হল £ ১,১৭২ - ১,৩২৯ / কিলো-ওয়াট । আমরা একটু উঁচু মূল্য £ ১,৬০০ / কিলো-ওয়াট ধরে অর্ধেকের কম £ ৬০০ / কিলো-ওয়াট ধরবো উৎপাদন-যন্ত্রের খরচ ।
নির্মাণকালের সুদ ( interest during construction ) -এর জন্য এক বৎসরের নির্মাণকাল ধরা হবে ।
(খ) পরিচালন ও রক্ষণাবেক্ষণ খরচ :
আমরা Ernst and Young (2007)-উদ্ধৃত মূল্যের ঊর্ধসীমা £ ৫৪ /কিলো-ওয়াট / বৎসর -টি নেবো । প্রচলিত প্রথানুসারে এতে স্থায়ী ও পরিবর্তনীয় (Fixed&variable) মূল্য -দুটিই ধরা আছে ।
বর্তমান খরচ - সৈকত থেকে দূরের বায়ু প্রকল্প
Ernst and Young (2009) প্রদত্ত খরচ হল £ ৩,২০০ / কিলো-ওয়াট । পরিচালন-ব্যয় সাধারণতঃ সৈকতের প্রকল্পের দ্বিগুণ, যা' থেকে অনুমান করা যায় উৎপাদন খরচাও দ্বিগুণ । উপস্থাপনার খরচ নির্ভর করে তীর থেকে সমুদ্রের কত ভিতরে এবং সেখানে জল কত গভীর । ইওরোপীয় খরচ হল £ ২,৫০০ - ৩,৬০০ / কিলো-ওয়াট ।
(গ) বিদ্যুৎ উৎপাদন
যদিও বায়ু-টারবাইনের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন, একটা সাম্গ্রিক বৈশিষ্ট্য খুঁজে বের করা সম্ভব যা' 'আউটপুট'-এর সঙ্গে দ্রুতির একটা সম্পর্ক নির্দেশ করে । ধারণ-গুণনীয়ক(capacity factor)যার অর্থ, গড় শক্তি / rated শক্তি, আউটপুটের পরিমাপ দেয় । এটা বায়ুর দ্রুতি এবং শক্তি উৎপাদনের মধ্যে একটি বন্ধনী । এই প্রবন্ধে ১৯ শতাংশ গুণনীয়ক নেওয়া হয়েছে- বায়ুর দ্রুতি ( বাৎসরিক গড় ) ৬ মিটার প্রতি সেকেণ্ডে ( যদিও বায়ুর দ্রুতি ৯ মিটার/ সেকেণ্ড হয় কখনও কখনও ৪০-শতাংশ ধারণ-গুণনীয়কে ) । এই গুণনীয়ক অন্তর্ভূক্ত করে যন্ত্রের প্রাপ্তব্য ক্ষমতা, বায়ু-ফার্মে বিভিন্ন আন্তর-যন্ত্রের শক্তি ক্ষয় এবং বৈদ্যুতিক শক্তি ক্ষয় ।
(ক) উপস্থাপনা খরচ :
যুক্তরাজ্যে অধুনা প্রকাশিত বায়ু-ফার্মের উপস্থাপন-মূল্য £ ১,২৫৯ কিলো-ওয়াট প্রতি থেকে £ ১,৫৭৩ যার ভারযুক্ত গড় হল ঢ ১,৩৩৪ প্রতি কিলো-ওয়াট । Department of Energy and Climate Change (DECC) -এর রিপোর্ট-এ ২০০৯-খ্রীর তথ্য হল £ ১,১৭২ - ১,৩২৯ / কিলো-ওয়াট । আমরা একটু উঁচু মূল্য £ ১,৬০০ / কিলো-ওয়াট ধরে অর্ধেকের কম £ ৬০০ / কিলো-ওয়াট ধরবো উৎপাদন-যন্ত্রের খরচ ।
নির্মাণকালের সুদ ( interest during construction ) -এর জন্য এক বৎসরের নির্মাণকাল ধরা হবে ।
(খ) পরিচালন ও রক্ষণাবেক্ষণ খরচ :
আমরা Ernst and Young (2007)-উদ্ধৃত মূল্যের ঊর্ধসীমা £ ৫৪ /কিলো-ওয়াট / বৎসর -টি নেবো । প্রচলিত প্রথানুসারে এতে স্থায়ী ও পরিবর্তনীয় (Fixed&variable) মূল্য -দুটিই ধরা আছে ।
বর্তমান খরচ - সৈকত থেকে দূরের বায়ু প্রকল্প
Ernst and Young (2009) প্রদত্ত খরচ হল £ ৩,২০০ / কিলো-ওয়াট । পরিচালন-ব্যয় সাধারণতঃ সৈকতের প্রকল্পের দ্বিগুণ, যা' থেকে অনুমান করা যায় উৎপাদন খরচাও দ্বিগুণ । উপস্থাপনার খরচ নির্ভর করে তীর থেকে সমুদ্রের কত ভিতরে এবং সেখানে জল কত গভীর । ইওরোপীয় খরচ হল £ ২,৫০০ - ৩,৬০০ / কিলো-ওয়াট ।
(গ) বিদ্যুৎ উৎপাদন
যদিও বায়ু-টারবাইনের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন, একটা সাম্গ্রিক বৈশিষ্ট্য খুঁজে বের করা সম্ভব যা' 'আউটপুট'-এর সঙ্গে দ্রুতির একটা সম্পর্ক নির্দেশ করে । ধারণ-গুণনীয়ক(capacity factor)যার অর্থ, গড় শক্তি / rated শক্তি, আউটপুটের পরিমাপ দেয় । এটা বায়ুর দ্রুতি এবং শক্তি উৎপাদনের মধ্যে একটি বন্ধনী । এই প্রবন্ধে ১৯ শতাংশ গুণনীয়ক নেওয়া হয়েছে- বায়ুর দ্রুতি ( বাৎসরিক গড় ) ৬ মিটার প্রতি সেকেণ্ডে ( যদিও বায়ুর দ্রুতি ৯ মিটার/ সেকেণ্ড হয় কখনও কখনও ৪০-শতাংশ ধারণ-গুণনীয়কে ) । এই গুণনীয়ক অন্তর্ভূক্ত করে যন্ত্রের প্রাপ্তব্য ক্ষমতা, বায়ু-ফার্মে বিভিন্ন আন্তর-যন্ত্রের শক্তি ক্ষয় এবং বৈদ্যুতিক শক্তি ক্ষয় ।
জীবশ্ম-জ্বালানী-চালিত
প্ল্যাণ্টের উৎপাদন খরচ
গ্যাস-চালিত
: স্থাপনা ও পরিচালন ব্যায়
মিলিত-চক্র(combined cycle)গ্যাস টারবাইনকে সাধারণতঃ ধরা হয় অন্যান্য প্রযুক্তির সঙ্গে তুলনার ক্ষেত্রে । মোট উৎপাদন ব্যয়ের দু-তৃতীয়াংশ আসে জ্বালানীর মূল্য থেকে ; গ্যাসের মূল্য ভবিষ্যতে কি হবে সেটা যখন কষ্টকল্পিত, স্থাপনা ও পরিচালন ব্যয় হিসাব করা শক্ত ।
মিলিত-চক্র(combined cycle)গ্যাস টারবাইনকে সাধারণতঃ ধরা হয় অন্যান্য প্রযুক্তির সঙ্গে তুলনার ক্ষেত্রে । মোট উৎপাদন ব্যয়ের দু-তৃতীয়াংশ আসে জ্বালানীর মূল্য থেকে ; গ্যাসের মূল্য ভবিষ্যতে কি হবে সেটা যখন কষ্টকল্পিত, স্থাপনা ও পরিচালন ব্যয় হিসাব করা শক্ত ।
কয়লা-চালিত
প্ল্যাণ্টের উৎপাদন খরচ
যুক্তরাজ্যে কয়লা-চালিত প্ল্যাণ্টের বাজার বর্তমানে স্তিমিত । আন্তর্জাতিক খবরাখবর থেকে জানা যাচ্ছে ক্যাপিটাল মূল্য থাকে কিলো-ওয়াট প্রতি £ ১,৫০০ থেকে ১,৮০০ -এর মধ্যে ; পরিচালন ও রক্ষনাবেক্ষণ মূল্য মেগা-ওয়াট প্রতি £ ৬ থেকে ৮, যন্ত্র চালু করতে লাগে ৪ বৎসরের মতন, এবং যুক্তরাজ্যে জ্বালানীর গড় মূল্য হল ( ২০০৯ খ্রী ) মেগা-ওয়াট প্রতি £ ৭.৫ ।
যুক্তরাজ্যে কয়লা-চালিত প্ল্যাণ্টের বাজার বর্তমানে স্তিমিত । আন্তর্জাতিক খবরাখবর থেকে জানা যাচ্ছে ক্যাপিটাল মূল্য থাকে কিলো-ওয়াট প্রতি £ ১,৫০০ থেকে ১,৮০০ -এর মধ্যে ; পরিচালন ও রক্ষনাবেক্ষণ মূল্য মেগা-ওয়াট প্রতি £ ৬ থেকে ৮, যন্ত্র চালু করতে লাগে ৪ বৎসরের মতন, এবং যুক্তরাজ্যে জ্বালানীর গড় মূল্য হল ( ২০০৯ খ্রী ) মেগা-ওয়াট প্রতি £ ৭.৫ ।
পারমানবিক
প্ল্যাণ্টের উৎপাদন খরচ
মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থা নূতন পারমানবিক কেন্দ্র স্থাপনের অনুমোদনের অপেক্ষা করছে । এদের বর্তমানের হিসাব এবং যুক্তরাজ্যের পারমানবিক-অভিজ্ঞ ব্যাক্তিদের পরামর্শ নিয়ে তৈরি করা হয়েছে সারণী ১ ।
তুলনায় একটা অসুবিধা হল ling lead time ।
জ্বালানির মূল্য মেগা-ওয়াট প্রতি ৬.২ পাউণ্ডের মতন এবং পরিচালন ও রক্ষণাবেক্ষণের মূল্য মেগা-ওয়াট প্রতি £ ৯ থেকে ১১, যার সঙ্গে অবশ্য decommissioning চার্জ যুক্ত করা উচিৎ । মনে রাখা দরকার, সাধারণতঃ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যুক্তরাজ্যের প্ল্যাণ্ট স্থাপনার খরচ বেশি ।
মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থা নূতন পারমানবিক কেন্দ্র স্থাপনের অনুমোদনের অপেক্ষা করছে । এদের বর্তমানের হিসাব এবং যুক্তরাজ্যের পারমানবিক-অভিজ্ঞ ব্যাক্তিদের পরামর্শ নিয়ে তৈরি করা হয়েছে সারণী ১ ।
তুলনায় একটা অসুবিধা হল ling lead time ।
জ্বালানির মূল্য মেগা-ওয়াট প্রতি ৬.২ পাউণ্ডের মতন এবং পরিচালন ও রক্ষণাবেক্ষণের মূল্য মেগা-ওয়াট প্রতি £ ৯ থেকে ১১, যার সঙ্গে অবশ্য decommissioning চার্জ যুক্ত করা উচিৎ । মনে রাখা দরকার, সাধারণতঃ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যুক্তরাজ্যের প্ল্যাণ্ট স্থাপনার খরচ বেশি ।
সারণী
১ : ২০১০ খ্রী-তে পারমানবিক কেন্দ্র
স্থাপনের আসল (capital)
মূল্যমান
মূল্যমান
উৎপত্তি-
স্থল । পারমানবিক প্ল্যাণ্ট । স্থান-সহ
। অন্যান্য আর্থিক খরচাপতি-সহ
Florida
Power । 1,866-2,388 । 2,072-3,026
। 3,653-4,621
and Light
and Light
Progress
Energy । । 2,310 । 4,223
South
Carolina । । । 2,924
Electric
Electric
UK9
। । 3,300 ।
একত্রিত তথ্য :
সারনী ২ :
উৎপাদন-মূল্য নিরূপণের জন্য প্রাথমিক তথ্যগুলির একত্রীকরণ
প্রযুক্তি
Capital cost । O&M Cost । O&M
Cost । জ্বালানি মূল্য
£/KW £/KW/yr £/KWH £/MWH
£/KW £/KW/yr £/KWH £/MWH
গ্যাস
৬৫০ । । ৪ । ১৪
কয়লা
১৬৫০ । । ৭ । ৭.৫
পারমানবিক
২,০০০-৩,০০০ । । ৯-১১ । ৬.৫*
বায়ু
-
সৈকতাশ্রিত ১,৩০০-১,৬০০ । ৫৪ । ।
সৈকতাশ্রিত ১,৩০০-১,৬০০ । ৫৪ । ।
বায়ু
- সৈকত
থেকে দূরে ২,৫০০-৩,৬০০ । ৭৯ । ।
থেকে দূরে ২,৫০০-৩,৬০০ । ৭৯ । ।
*
পাওয়ার প্ল্যান্ট অপারেটরের নীট খরচা,
গ্যাস ও কয়লার মত জ্বালানি-মূল্য নয়
।
অর্থনৈতিক
পরিমিতি(Financial Parameters )
মূল দুটি অর্থনৈতিক পরিমিতি হল, পরীক্ষাকালের বাটা(test discount)এবং লগ্নী-অর্থের পুনঃপ্রাপ্তি-সময়(recovery time)। যুক্তরাজ্যের বর্তমান হিসান অনুযায়ী এগুলি ধরা হয়েছে যথাক্রমে ১০-শতাংশ এবং ২০ বৎসর ।
পারমানবিক কেন্দ্রের সাধারণ plant-life ৪০ বৎসর ধরা হয় ; এর পক্ষে লগ্নী-অর্থের পুনঃপ্রাপ্তি-সময় কখনই ৪০ বৎসর হতে পারে না । ৪০ বৎসর ধরলে উৎপাদন-খরচ নেমে যাবে ১০-শতাংশ ।
মূল দুটি অর্থনৈতিক পরিমিতি হল, পরীক্ষাকালের বাটা(test discount)এবং লগ্নী-অর্থের পুনঃপ্রাপ্তি-সময়(recovery time)। যুক্তরাজ্যের বর্তমান হিসান অনুযায়ী এগুলি ধরা হয়েছে যথাক্রমে ১০-শতাংশ এবং ২০ বৎসর ।
পারমানবিক কেন্দ্রের সাধারণ plant-life ৪০ বৎসর ধরা হয় ; এর পক্ষে লগ্নী-অর্থের পুনঃপ্রাপ্তি-সময় কখনই ৪০ বৎসর হতে পারে না । ৪০ বৎসর ধরলে উৎপাদন-খরচ নেমে যাবে ১০-শতাংশ ।
কারবনের
মূল্য
ইউরোপীয় কমিশনের নীতি অনুযায়ী গ্যাস- ও কয়লা-চালিত কেন্দ্রের ২০১০-খ্রীর আনুমানিক বাৎসরিক কারবন-মূল্য হবে ঢ ১২ / মেট্রিক টন CO2 । যুক্তরাজ্যের The Department of Energy and Climate Change (DECC) অবশ্য প্রস্তাব করেছে মেট্রিক-টন-প্রতি ঢ ২৬ ।
ইউরোপীয় কমিশনের নীতি অনুযায়ী গ্যাস- ও কয়লা-চালিত কেন্দ্রের ২০১০-খ্রীর আনুমানিক বাৎসরিক কারবন-মূল্য হবে ঢ ১২ / মেট্রিক টন CO2 । যুক্তরাজ্যের The Department of Energy and Climate Change (DECC) অবশ্য প্রস্তাব করেছে মেট্রিক-টন-প্রতি ঢ ২৬ ।
উৎপাদন
খরচের তুলনা
চিত্র ১ : উৎপাদন-খরচা- সৈকত থেকে দূরে
বায়ু প্রকল্প, তুলনায়
পারমানবিক, কয়লা এবং গ্যাস প্রকল্প.
পারমানবিক, কয়লা এবং গ্যাস প্রকল্প.
উপরে গৃহীত অনুমিতি অনুসারে, সৈকতাশ্রিত
বায়ু প্রকল্পে,
(ক) বিদ্যুতের মূল্য হবে ঢ108/MWh-এর কিছু বেশি, যখন capital cost £
১,৩০০ / কিলূয়াট : এমন স্থানে যেখানে বায়ুর গড় দ্রুতি ৬.৫ মিটার প্রতি
সেকেণ্ডে ;
(খ) (ক)-এ বর্ণিত বিদ্যুতের মূল্য কমে দাঁড়াবে £67/MWh-তে এমন স্থানে
যেখনে বায়ুর দ্রুতি ৯ মিটার প্রতি সেকেণ্ডে ।
(গ) capital cost £ ১,৬০০ / কিলো-ওয়াট হলে, বায়ুর দ্রুতি ৭.২৫ মিটার প্রতি সেকেণ্ডে
বিদ্যুতের মূল্য দাঁড়বে £104/MWh, যা কমে হবে £72/MWh-
যখন দ্রুতি ৯ মিটার প্রতি সেকেণ্ড ।
(ঘ) ২০০৮ খ্রী-তে যুক্তরাজ্যে গড় ধারণ-গুণনীয়ক হয়েছিল ২৯.৪ শতাংশ ।
এই অবস্থায় capital cost £ ১,৪৫০ / কিলো-ওয়াট-এ বিদ্যুতের মূল্য হচ্ছে
প্রায় £90/MWh ।
অন্যদিকে, ২০০৯-খ্রীতে যে জ্বালানি-মূল্য ও কারবন-মূল্য ছিল তা'তে,
(ক) গ্যাস-চালিত প্ল্যাণ্টের বিদ্যুতের মূল্য ছিল প্রায় £49/MWh ;
(খ) কয়লা-চালিত প্ল্যাণ্টের ক্ষেত্রে প্রায় £69/MWh ;
(গ) পারমানবিক প্ল্যাণ্টের ক্ষেত্রে £57/MWh থেকে £86/MWh ।
এইসব তথ্য যুক্ত করে ( চিত্র ১ ) আমরা দেখতে পাচ্ছি যে পারমানবিল এবং সৈকতাশ্রিত বায়ুর উৎপাদন খরচা একই সীমার মধ্যে রয়েছে ।
বায়ুর খরচ কয়লার থেকে সস্তা- যখন দ্রুতি ৮ মিটার/সেকেণ্ড (£১,৩০০ / কিলো-
ওয়াট -এ )-এর উপরে অথবা ৯ মিটার / সেকেণ্ড ( £১,৬০০ / কিলো-ওয়াট -এ ) । গ্যাস ( ২০১০ খ্রী )-র খরচা বর্তমানে বায়ুর থেকে কম ।
(ক) বিদ্যুতের মূল্য হবে ঢ108/MWh-এর কিছু বেশি, যখন capital cost £
১,৩০০ / কিলূয়াট : এমন স্থানে যেখানে বায়ুর গড় দ্রুতি ৬.৫ মিটার প্রতি
সেকেণ্ডে ;
(খ) (ক)-এ বর্ণিত বিদ্যুতের মূল্য কমে দাঁড়াবে £67/MWh-তে এমন স্থানে
যেখনে বায়ুর দ্রুতি ৯ মিটার প্রতি সেকেণ্ডে ।
(গ) capital cost £ ১,৬০০ / কিলো-ওয়াট হলে, বায়ুর দ্রুতি ৭.২৫ মিটার প্রতি সেকেণ্ডে
বিদ্যুতের মূল্য দাঁড়বে £104/MWh, যা কমে হবে £72/MWh-
যখন দ্রুতি ৯ মিটার প্রতি সেকেণ্ড ।
(ঘ) ২০০৮ খ্রী-তে যুক্তরাজ্যে গড় ধারণ-গুণনীয়ক হয়েছিল ২৯.৪ শতাংশ ।
এই অবস্থায় capital cost £ ১,৪৫০ / কিলো-ওয়াট-এ বিদ্যুতের মূল্য হচ্ছে
প্রায় £90/MWh ।
অন্যদিকে, ২০০৯-খ্রীতে যে জ্বালানি-মূল্য ও কারবন-মূল্য ছিল তা'তে,
(ক) গ্যাস-চালিত প্ল্যাণ্টের বিদ্যুতের মূল্য ছিল প্রায় £49/MWh ;
(খ) কয়লা-চালিত প্ল্যাণ্টের ক্ষেত্রে প্রায় £69/MWh ;
(গ) পারমানবিক প্ল্যাণ্টের ক্ষেত্রে £57/MWh থেকে £86/MWh ।
এইসব তথ্য যুক্ত করে ( চিত্র ১ ) আমরা দেখতে পাচ্ছি যে পারমানবিল এবং সৈকতাশ্রিত বায়ুর উৎপাদন খরচা একই সীমার মধ্যে রয়েছে ।
বায়ুর খরচ কয়লার থেকে সস্তা- যখন দ্রুতি ৮ মিটার/সেকেণ্ড (£১,৩০০ / কিলো-
ওয়াট -এ )-এর উপরে অথবা ৯ মিটার / সেকেণ্ড ( £১,৬০০ / কিলো-ওয়াট -এ ) । গ্যাস ( ২০১০ খ্রী )-র খরচা বর্তমানে বায়ুর থেকে কম ।
চিত্র ২ : সৈকত থেরে দূরের বায়ু প্রকল্পের
উৎপাসন খরচ- যখন স্থাপনা
মূল্য £ ৩,৬০০ এবং £ ২,৫০০-র মধ্যে |
মূল্য £ ৩,৬০০ এবং £ ২,৫০০-র মধ্যে |
সৈকত থেরে দূরের বায়ু প্রকল্পের উৎপাসন
খরচ ( চিত্র ২ ) £ ৩,৬০০ স্থাপনা মূল্যে
£ ১৯০ / মেগা-ওয়াট- ঘণ্টার কম ( বায়ুর
দ্রুতি ৮ মিটার / সেকেণ্ড ) যা' কমে
হবে প্রায় £ ১৩৩ / মেগা-ওয়াট-ঘণ্টা
( বায়ুর দ্রুতি ৮ মিটার / সেকেণ্ড )
। £ ২,৫০০ / কিলো-ওয়াটে, খরচ প্রায়
£ ১৬০ / মেগা-ওয়াট-ঘণ্টা ( দ্রুতি ৭.৫
মি/সেক ) থেকে কমে হয় £ ১০৬ /মেগা -ওয়াট-ঘণ্টা
( দ্রুতি ৯.৫ মি / সেক ) । গড় ধারণ-গুণনীক
৩৫ শতাংশে ( ২০০৮ খ্রী ), উৎপাদন খরচ
হয় প্রায় £ ১৬০ / মেগা- ওয়াট-ঘণ্টা
যখন স্থাপনা মূল্য £ ৩,২০০ প্রতি কিলো-ওয়াটে
। ( Ernst and Young)
সংবেদনা(sensitivity )
এই
ধরণের খরচের তুলনার মুখ্য অনিশ্চয়তা
হল জ্বালানীর মূল্য । বিভিন্ন বিভিন্ন
দৃশ্যপটে বেশ প্রশস্ত পরিসরে জ্বালানি-মূল্য
নিয়ে গবেষণা করেছেন ফগOfgem, Project
Discovery --তে এবং DECC, Analytical
Annex to the Renewable Energy Strategyতে
। আগামী দশ বত্সরে কয়লা, গ্যাস এবং
কারবনের মূল্যে দ্বিগুণ হবার সম্ভাবনা
নেহাত্ চরম ঘটনা নয় । এটা হলে গ্যাস-চালিত
বিদ্যুত্-উত্পাদনের খরচ দাঁড়াবে প্রায়
মেগা-ওয়াট প্রতি £ ৮১ এবং কয়লা-চালিতের
খরচ- প্রায় মেগা-ওয়াট প্রতি £ ৯৭ ।
অবশ্য বায়ু-প্ল্যাণ্টের মূল্য ঐ সময়
কিছুটা বাড়বে ।
সৈকতের দূরবর্তী বায়ু-প্রকল্পগুলির বর্তমান খরচ বেশি, কিন্তু শিল্পের পূর্ণ অবস্থা-প্রাপ্তির সঙ্গে সঙ্গে স্থাপনা-খরচ কমে যাবে ।
সাধারণ মূল্যবৃদ্ধির সাথে সাথে পারমানবিক সহ বায়ু-র মূল্যবৃদ্ধি হবে মোটামুটি একই হারে । উপরের নিবন্ধে পারমানবিক ক্ষেত্র ও বায়ুর বিষয়ে একই 'বাটা'(discount rate)ধরা হয়েছে পরীক্ষামূলত চালনার সময়ে । এটা বলা যায় পারমানবিক ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি দাবি করবে অতিরিক্ত বাটা । সে ক্ষেত্রে বায়ু-র অবস্থা আরও তুলনামূলক হবে ।
সৈকতের দূরবর্তী বায়ু-প্রকল্পগুলির বর্তমান খরচ বেশি, কিন্তু শিল্পের পূর্ণ অবস্থা-প্রাপ্তির সঙ্গে সঙ্গে স্থাপনা-খরচ কমে যাবে ।
সাধারণ মূল্যবৃদ্ধির সাথে সাথে পারমানবিক সহ বায়ু-র মূল্যবৃদ্ধি হবে মোটামুটি একই হারে । উপরের নিবন্ধে পারমানবিক ক্ষেত্র ও বায়ুর বিষয়ে একই 'বাটা'(discount rate)ধরা হয়েছে পরীক্ষামূলত চালনার সময়ে । এটা বলা যায় পারমানবিক ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি দাবি করবে অতিরিক্ত বাটা । সে ক্ষেত্রে বায়ু-র অবস্থা আরও তুলনামূলক হবে ।
উপসংহার
উপরে
বর্ণিত আলোচনা থেকে এই উপসংহারে আসা
যায় যে, বায়ু-বিদ্যুতের উৎপাদন খরচ
যদিও গ্যাস-চালিত বিদ্যুৎ-উৎপাদনের
থেকে বেশি, অদূর ভবিষ্যতে এটা প্রতিযোগিতা-মূলক
হবে, কারণ সর্বাদি-সম্মত মত এই যে জীবাশ্ম-জ্বালানির
মূল্য ভবিষ্যতে আরও অনেক বাড়বে । সৈকতাশ্রিত
বায়ুপ্রকল্পের খরচ বর্তমানে কয়লা-বিদ্যুতের
কাছাকাছি, বায়ুর দ্রুতি যখন ৮.৫ মিটার
/ সেকেণ্ড বা তার বেশিতে এবং কারবন-মূল্য
এই তথ্যকে আরও জোড়দার করবে । পারমানবিক
প্ল্যাণ্টের খরচা কিছুটা অনিশ্চিত,
তবে কিলো-ওয়াট প্রতি £2,000
-র তলায় খরচ হলে এটা সৈকতাশ্রিত বিদ্যুতের সঙ্গে পাল্লা দেবে । কিলো-ওয়াট প্রতি £3,300 -এ সৈকতাশ্রিত বিদ্যুৎ সস্তা যদি বায়ুর দ্রুতি ৭.৮ মিটার / সেকেণ্ড-এর কাছাকাছি ( ধারণ-গুণনীয়ক ৩১ শতাংশের মতন ) হয় । অবশ্য ঝুঁকি 'প্রিমিয়াম'(risk premium)যুক্ত করলে বায়ুর অবস্থা আরও সুদৃঢ় হবে ।
-র তলায় খরচ হলে এটা সৈকতাশ্রিত বিদ্যুতের সঙ্গে পাল্লা দেবে । কিলো-ওয়াট প্রতি £3,300 -এ সৈকতাশ্রিত বিদ্যুৎ সস্তা যদি বায়ুর দ্রুতি ৭.৮ মিটার / সেকেণ্ড-এর কাছাকাছি ( ধারণ-গুণনীয়ক ৩১ শতাংশের মতন ) হয় । অবশ্য ঝুঁকি 'প্রিমিয়াম'(risk premium)যুক্ত করলে বায়ুর অবস্থা আরও সুদৃঢ় হবে ।
- শঙ্কর
সেন
Source: http://www.abasar.net
Source: http://www.abasar.net
উল্লেখ্য
১. Ernst and Young, 2007, Impact of Banding the Renewables Obligation –Costs of Electricity Production. URN 07/948.
২. Department of Energy and Climate Change, 2010, Quarterly Energy Prices, March.
৩. Department of Energy and Climate Change, 2009, Analytical Annex to the Renewable Energy Strategy.
১. Ernst and Young, 2007, Impact of Banding the Renewables Obligation –Costs of Electricity Production. URN 07/948.
২. Department of Energy and Climate Change, 2010, Quarterly Energy Prices, March.
৩. Department of Energy and Climate Change, 2009, Analytical Annex to the Renewable Energy Strategy.
[
উৎস : RenewableUK, June, 2010, Fact
sheet no.4;www.renewable-uk.com
No comments:
Post a Comment