Tuesday, May 1, 2012

কাপড় কম ধোও, বিশ্ব বাঁচাও

কাপড় কম ধোও, বিশ্ব বাঁচাও

কাপড় কম ধুয়ে বিশ্ব বাঁচানোর ব্যতিক্রমী আহ্বান জানিয়েছে এক ব্রিটিশ এনজিও।

তাদের যুক্তি, ওয়াশিং মেশিন কম ব্যবহার হলে কার্বন নির্গমন এবং পানির ব্যবহার কম হবে যা পরিবেশের ওপর বিরূপ প্রভাবের মাত্রা কমিয়ে আনবে।


‘দ্য ওয়েস্ট এন্ড রিসোর্সেস অ্যাকশন প্রোগ্রাম’ বলেছে, লোকজন কাপড় ধোয়া দশভাগের একভাগ কমিয়ে দিলে পরিবেশ বাঁচানো সম্ভব। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ খবর জানিয়েছে।


গবেষণায় দেখা গেছে, প্রতি দশ জনে চারজন একবার ব্যবহারের পর না ধুয়ে আর ওই কাপড় পরেন না। 

 

No comments:

Post a Comment