Wednesday, May 9, 2012

সৌর বিদ্যুৎ সিস্টেম

 সৌর বিদ্যুৎ সিস্টেম
- নুরুন নেসা বেগম


সৌর বিদ্যুৎ সিস্টেম ১১টি সিস্টেমে চালু আছে।
দেশের বেশীর ভাগ গ্রাহক দরিদ্র বিবেচনা করে বিভিন্ন ধাপঃ
সর্বনিম্ন ১০ ওয়াট থেকে ১৩০ ওয়াট পর্যন্ত: প্যাকেজ মূল্য-
১০ ওয়াট- ৮ হাজার ৮ শত,
২০ ওয়াট- ১১ হাজার ৭ শত,
৪০ ওয়াট- ২১ হাজার ৪ শত,
৫০ ওয়াট- ২৬ হাজার ৮ শত,
৬০ ওয়াট- ৩১ হাজার ৩ শত,
৬৫ ওয়াট- ৩২ হাজার ৮ শত,
৭৫ ওয়াট- ৩৬ হাজার ৯ শত,
৮০ ওয়াট- ৩৮ হাজার ৪ শত,
৮৫ ওয়াট- ৪০ হাজার ৮ শত,
১২০ ওয়াট- ৬২ হাজার ৯ শত,
১৩০ ওয়াট- ৬৫ হাজার ৪ শত।
সৌর বিদ্যুৎ সিস্টেম কিনলে এককালীন দিতে হবে মোট মূল্যের ১০ থেকে ২৫ শতাংশ ডাউনপেমেন্ট। বাকী টাকা মাসিক কিস্তিতে জমা দিলেই হবে।
ব্র‌্যাক, গ্রামীন শক্তি, রুরাল সার্ভিসেস বাংলাদেশ, সোনালী উন্নয়ন ফাউন্ডেশন, সৃজনী বাংলাদেশ ছাড়াও আরো কিছু প্রতিষ্ঠান এলাকাভেদে এ বিষয়ে কাজ করে থাকে।


Source: http://www.somewhereinblog.net

No comments:

Post a Comment