- ০২-০৩-২০১১
http://forum.projanmo.com
দেশে যখন বিদ্যুৎ অসহনীয় সংকট সেই সংকট কাটিয়ে উঠতে উদ্ভাবন করলেন ডিজেল
সাশ্রয়ী জেনারেটর। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মোঃ ওয়াহেদুল
ইসলাম। তার উদ্ভাবিত জেনারেটর দ্বারা বিদ্যুৎ সরবরাহ করে সেচ সহ বাড়ি ঘরে
বিদ্যুৎ দিয়ে লেখা পড়ার পাশা-পাশি মোবাইল চার্জ, সিলিং ফ্যান, চার্জার
লাইট চার্জ করা সহ বৈদ্যুতিক যাবতীয় কাজ করা যায়। একটি স্যালো মেশিনে
পানি উত্তোলন হয় ১ লিটার ডিজেলে ৪*৪ পাম্প ১টি দ্বারা প্রতিমিনিটে মাত্র
৭০০ লিটার, সেই সাথে ১ লিটার ডিজেল বিদ্যুৎ উৎপন্ন করে পানি পাওয়া যায় ৩
গুণেরও বেশি। যেমন ৪*৪ =৩টি ১০০০ (এক হাজার) লিটার করে ৩০০০ (তিন হাজার)
লিটার পানি প্রতি মিনিটে ২লিটার ডিজেলে, বিদ্যুৎ উৎপন্ন করে পানি পাওয়া
যায়। ৪*৪ =৭টি ২১০০০ (একুশ হাজার) লিটার যাহা ২টি স্যালো মেশিনে পাওয়া
যায় ৪*৪ =২টি ১৪০০ লিটার মাত্র। তাই এই উদ্ভাবিত বিদ্যুৎ চাহিদা মেটানো সহ
সেচ কাজ দ্বিগুণের বেশি করে দেশকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো
বলে মনে করেন উদ্ভাবক। তার এই উদ্ভাবনার পাশে যদি সরকারী, বে-সরকারীসহ
সমাজের হিতোষী ব্যক্তি বর্গের সার্বিক সহযোগীতা পান তাহলে দেশের বিদ্যুৎ
ঘাটতি মেটানো অনেকটা সম্ভব। যেমন ১লিটার ডিজেল জেনারেটর দ্বারা ৫০ একর/১৫০
বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব। ২লিটার ডিজেল জেনারেটর দ্বারা ১৫০একর/৪৫০
বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব। এই প্রযুক্তি সারা দেশে ব্যবহার করলে লাগবেনা
কৃষি কাজের ভর্তুকি। তাই উদ্ভাবক মনে করেন এই বিদ্যুতে সেচ কাজ করলে দেশকে
সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আশা করেন। যা ডিজিটাল বাংলাদেশ
গড়ার প্রত্যয়কে একধাপ এগিয়ে নিবে বলে মনে করেন, কেননা বিদ্যুতেই দেশের
মূল চালিকা শক্তি।
মোঃ ওয়াহেদুল ইসলামঃ ০১৭১৫-০৪১৬৪৪ এবং ০১৮৩-১৩৫৮১৬১
No comments:
Post a Comment