Monday, June 11, 2012

আই পি এস এর লাইসেন্স চালু করা উচিৎ নয় কি?

আই পি এস এর লাইসেন্স চালু করা উচিৎ নয় কি?

দেশের বর্তমান বিদ্যুৎ সংকট কাটানোর মত কোন ব্যবস্থা এখনো সরকার করতে পারে নি। অথচ দিন দিন আই পি এসের ব্যাবহার বেড়ে যাচ্ছে। সহজ কথায় বলতে গেলে। ধরি, চারজন লোকের মাঝে দুজনকে সারাদিন দেয়ার মত বিদ্যুৎ উৎপাদিত হয়। কাজেই, লোড শেডিং করে সবাইকে অর্ধেক দিন বিদ্যুৎ দেয়া হচ্ছে। এমন সময়ে একজন লোক আই পি এস কিনে ফেলল। তাতে সে অর্ধেক দিন সাপ্লাই বিদ্যুৎ ব্যাবহার করছে আর বাকি অর্ধেক দিন অন্যদের জন্য বরাদ্দকৃত বিদ্যুৎ সঞ্চয় করে ব্যাবহার করছে। অন্যদিকে বাকি তিনজন দিনে আট ঘন্টা করে বিদ্যুৎ পাবে। এছাড়া আই পি এসের ইফিসিয়েন্সি ১০০% না হওয়ায় এখানে কিছু বিদ্যুৎ অপচয়ও হয়।
তাহলে দেখা যাচ্ছে যে, ধনী একজন লোক আই পি এস কিনে যে কিনতে পারছে না তার বরাদ্দের বিদ্যুৎ ব্যাবহারই শুধু নয় অপচয়ও করছে। কাজেই, সরকারের উচিৎ আই পি এসের লাইসেন্সের নিয়ম করা। এতে করে লাইসেন্স করা এবং তা রিনিউ করা থেকে যে রাজস্ব আয় হবে তা বিদ্যুৎ খাতের উন্নয়নে যেমন ব্যাবহার করা যাবে, তেমনি আই পি এসের ব্যাবহার কমার ফলে লোডশেডিংও কমবে। 

- নাগরিক দর্পণ

http://www.somewhereinblog.net

No comments:

Post a Comment