Wednesday, June 20, 2012

বিদ্যূত খরচের ব্যাপারে সাবধান ....

 বিদ্যূত খরচের ব্যাপারে সাবধান ....

গত মার্চ মাস থেকে বিদ্যূত বিলের রেট বেড়েছে .... নতুন রেটটা এমন:
০-১০০ ইউনিট: ৩.০৫ টাকা/ইউনিট,
১০০-৪০০ ইউনিট: ৪.২৯ টাকা/ইউনিট,
৪০০+ ইউনিট: ৭.৮৯ টাকা/ইউনিট।
তবে, এই কাহিনীর সবচেয়ে ইন্টারেস্টিং অংশ হল, ৩০১ ইউনিট কিংবা এর বেশি ব্যবহার হলে মোট ব্যবহার যেই উচ্চতর মূল্য শ্রেণীতে পড়বে পুরা বিলই সেই ইউনিটের চার্জ হবে। অর্থাৎ ৪০০ ইউনিটের ব্যবহার চার্জ ৪.২৯ * ৪০০ = ১৭১৬ টাকা হলেও ৪০১ ইউনিটের বিল হবে ৪০১ * ৭.৮৯ = ৩১৬৩.৮৯ টাকা। surprised অর্থাৎ ১৭১৬ টাকার পরের ব্যবহার খরচ ৩১৬৩.৮৯ টাকা, এর মাঝে ১৭১৬ + ৭.৮৯ =১৭২৩.৮৯ টাকা টাইপের কোনো ব্যবহার খরচ নাই! এগুলোর সাথে ভ্যাট, লাইন রেন্ট ইত্যাদি যোগ হয়ে মোট বিল হবে।
সুতরাং, বুঝে শুনে বিদ্যূত ব্যবহার করুন, তা না হলে মাথায় বিলের বজ্রপাত হতে পারে।  shame

২৭-০৬-২০১২

 

নিয়ন্ত্রক (এডমিন)

http://forum.projanmo.com 


No comments:

Post a Comment