Thursday, June 14, 2012

বিদ্যুত্ ছাড়াই জ্বলবে বাতি

বিদ্যুত্ ছাড়াই জ্বলবে বাতি

কাপ্তাই সেনা জোন ইঞ্জিনিয়ার্স ব্যাটেলিয়নের উদ্ভাবন
বিদ্যুত্ সংকট ও বিভ্রাটের মাঝে আশার আলো দেখিয়েছে কাপ্তাই সেনা জোন-৭ ইঞ্জিনিয়ার্স ব্যাটেলিয়নপ্রায় বিনা খরচে বিদ্যুত্ ছাড়াই বাতি জ্বালানোর প্রযুক্তি উদ্ভাবন করেছে তারামাত্র ৩০ টাকা খরচ করে এই প্রযুক্তির মাধ্যমে বিশেষ এক ধরনের সোলার বোতল বাল্ব তৈরি করা হয়েছে, যা ৫৫ ওয়াট বাল্বের সমপরিমাণ আলো দেয়একটি বোতল বাল্বের কার্যকারিতা থাকবে কমপক্ষে পাঁচ বছরঅবশ্য এই বাল্ব শুধু দিনের বেলাতেই আলো দিবেএতে দেশে বিদ্যুত্ সাশ্রয়ের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠী বছরের পর বছর বিনা খরচে বিদ্যুত্ সুবিধার আওতায় আসবেবিশেষ করে দুর্গম পার্বত্যাঞ্চল, বড় বড় শহরের বস্তি এলাকা এবং বিভিন্ন কলকারখানা/গোডাউনে এই পদ্ধতির বাল্ব বেশি কাজে লাগবে বলে জানান বাল্বের উদ্ভাবক কাপ্তাই সেনা জোনের কর্মকর্তারা
কাপ্তাই জোন কমান্ডার ও ৭ ইঞ্জিনিয়ার্স ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইলিয়াস হোসেন পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, এই প্রযুক্তিতে প্লাষ্টিক অথবা কাঁচের বোতল বাতি হিসেবে কাজ করেবোতলে বিশুদ্ধ পানি ও ৩ চামচ (১০ মিলিলিটার) ব্লিচ কিংবা তরল ক্লোরিন দ্রবণ মিশ্রিত করে বোতলের মুখ ভালোভাবে গালা দিয়ে বন্ধ করা হয়এরপর ১ ফুট দৈর্ঘ্য ও ১ ফুট প্রস্থ আয়তনবিশিষ্ট একটি টিন মাঝখানে ছিদ্র করে বোতলের গায়ে লাগাতে হবেবাড়ি বা বাসার ছাদের টিনটি বোতলের পরিমাপে ছিদ্র করে ওই স্থানে বোতল স্থাপন করতে হবেএটি স্থাপনের সময় বোতলের ১ তৃতীয়াংশ টিনের উপরিভাগে এবং ২ তৃতীয়াংশ ঘরের ভিতর রেখে বোতলটি বসাতে হবেবৃষ্টির পানি ঘরে প্রবেশ না করার জন্য বোতলের চতুর্দিকে গালা দিয়ে শক্ত করে আটকে দিতে হবে
দিনের বেলায় সূর্যের আলো বোতলের উপরের অংশে পড়লে সে আলো প্রতিফলিত হয়ে বোতলের পানির সাহায্যে ঘরের ভিতর সমানভাবে আলো ছড়িয়ে পড়বে, যা ৫৫ ওয়াটের একটি এনার্জি বাল্বের আলোর সমতুল্যরাতের বেলায় বোতলের মধ্যে রাস্তার কোন বাতির আলো পড়লে তাও প্রতিফলিত হয়ে ঘর আলোকিত করবেবোতলে ক্লোরিন অথবা ব্লিচ মিশ্রিত পানি পরবর্তী ৫ বছর পর্যন্ত বদলাতে হবে নাতিনি বলেন, একটি বোতল বাল্ব তৈরি করে বাড়িতে স্থাপন করলে সূর্যের আলো থেকে এই বাল্বটি কোন খরচ ছাড়াই টানা ৫ বছর পর্যন্ত নিয়মিত আলো দিয়ে যাবে
কাপ্তাই সেনা জোনের উপ-অধিনায়ক মেজর শাখাওয়াত হোসেন উদ্ভাবিত নতুন প্রযুক্তি সম্পর্কে বলেন, বাংলাদেশে এই সোলার বাল্ব প্রযুক্তি প্রথম উদ্ভাবিত হয়েছেব্যক্তিগত উদ্যোগে এই বাল্ব তৈরি করতে সর্বোচ্চ ৩০ টাকা খরচ হতে পারেবাণিজ্যিকভাবে প্রস্তুত করলে ২০ টাকায় করা সম্ভব তিনি বলেন, এই বাল্ব ব্যবহারে কোন বিদ্যুত্ খরচ নেইসূর্যের আলোই এই বাল্বের মূল বিদ্যুত্ শক্তিএ প্রযুক্তি প্রস্তুতকরণে প্রয়োজনীয় দ্রব্যগুলো সহজলভ্যএটি পরিবেশবান্ধব ও কোন প্রকার দুর্ঘটনার ঝুঁকি নেই
উদ্ভাবনকৃত সোলার বোতল বাল্ব প্রযুক্তি জনগণের মাঝে ছড়িয়ে দিতে গত রবিবার কাপ্তাই সেনা জোন সদর দপ্তরে ৭ ইঞ্জিনিয়ার্স ব্যাটেলিয়ন কর্তৃপক্ষ প্রদর্শনীর আয়োজন করেনঅনুষ্ঠানে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার আগ্রহী মানুষকে সোলার বাল্ব তৈরি ও ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া হয়এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামসুজ্জামান পিএসসিআরো উপস্থিত ছিলেন কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইলিয়াস হোসেন পিএসি ইঞ্জিনিয়ার্স, কাপ্তাই ৪ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আখতার শহিদ পিএসসি, কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর সাখাওয়াত হোসেন, কাপ্তাই ডিজিএফআই অধিনায়ক মেজর রেজাউর রহমান রেজা, রাঙ্গামাটি রিজিয়নের জি-টু (আই) মেজর তারিক, ৫ আনসার ব্যাটেলিয়নের অধিনায়ক জিয়া, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসু ছাইন চৌধুরী, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই সুই খই মারমা, কাপ্তাই পানি বিদ্যুত্ কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদাউস আলী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ প্রমুখ
সোলার বোতল বাল্ব সম্পর্কে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামসুজ্জামান বলেন, দেশের বিদ্যুত্ ঘাটতি অনেকাংশে পূরণসহ দরিদ্র জনগোষ্ঠীর বিদ্যুত্ চাহিদা মেটাতে এ প্রযুক্তি অনেকটাই কার্যকর পার্বত্য এলাকায় বিশেষভাবে এ প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে দেশে প্রথম উদ্ভাবিত এ প্রযুক্তি দ্রুততম সময়ে সারাদেশে ছড়িয়ে দেয়া প্রয়োজন বলে তিনি মনে করেন
Source:www.ittefaq.com.bd

2 comments:

  1. ভিডিও করে দেখালে ভালো হতো
    \

    ReplyDelete
    Replies
    1. Please browse this link: https://www.youtube.com/watch?v=fUO3ry5xF1k

      Delete