Tuesday, May 1, 2012

বিদ্যুৎ শক্তি:

বিদ্যুৎ শক্তি:

  • প্রশ্নঃ ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি প্রচলন শুরু হয় কত সালে?
  • উঃ ৭ ডিসেম্বর ১৯০১ সালে।

  • প্রশ্নঃ বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস কি?
  • উঃ খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানি ও কয়লা।

  • প্রশ্নঃ বাংলাদেশে বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?
  • উঃ ৫.৫৬০ মেগাওয়াট (সুত্র অর্থনৈতিক সমীক্ষা- ২০০৯)।

  • প্রশ্নঃ বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা কত?
  • উঃ ৬,০৬৬ মেগাওয়াট (সূত্রঃ অর্থনৈতিক সমীক্ষা-২০০৯)।

  • প্রশ্নঃ বাংলাদেশে তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়টি?
  • উঃ ১০টি।

  • প্রশ্নঃ বাংলাদেশে পানি বিদ্যুৎ কেন্দ্র কয়টি?
  • উঃ ১টি।

  • প্রশ্নঃ বাংলাদেশের আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি?
  • উঃ রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র (১৯৬১)

  • প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রতল্প চালু করা হয়?
  • উঃ নরসিংদী।

  • প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় বায়ু বিদ্যুৎ প্রকল্প চালু করা হয়?
  • উঃ কক্সবাজারের কুতুবদিয়া।

  • প্রশ্নঃ বাংলাদেশের কোথায় বায়ু বিদ্যুৎ প্রকল্প রয়েছে?
  • উঃ চট্টগ্রামের মিরেশরাই ও কক্সবাজারের কুতুবদিয়ায়।
  • প্রশ্নঃ পল্লী বিদ্যুৎ বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়?
  • উঃ ১৯৭৭ সালে।

  • প্রশ্নঃ খুলনা বার্জমাউন্টেড বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
  • উঃ ১১০ মেগাওয়াট।

  • প্রশ্নঃ সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
  • উঃ বিজয়ের আলো (বেসরকারি খাতে দ্বিতীয়)।

  • প্রশ্নঃ বিজয়ের আলো আনা হয় কোথায় হতে?
  • উঃ মালয়েশিয়ার লাবুয়ান দ্বীপ হতে।

  • প্রশ্নঃ বিজয়ের আলো কবে উদ্বোধন করা হয়?
  • উঃ ৩ আগষ্ট, ১৯৯৯।

  • প্রশ্নঃ বিজয়ের আলো বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
  • উঃ ১৩০ মেগাওয়াট।

  • প্রশ্নঃ বিদ্যুতের সিস্টেম লস কত?
  • উঃ ৬.৬২% (সুত্র: অর্থনৈতিক সমীক্ষা-২০০৯)।

  • প্রশ্নঃ দেশের শতকরা কত ভাগে লোক বিদ্যুতের সুবিধা ভোগ করছে?
  • উঃ ৪৫ শতাংশ (সূত্র: অর্থনৈতিক সমীক্ষা- ২০০৯)।

  • প্রশ্নঃ সরকার আগামী কত সালের মাধ্যে প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবে বলে ঘোষণা করে?
  • উঃ ২০২০ সালে।

  • প্রশ্নঃ ডেসার সিষ্টেম লস কত?
  • উঃ ১৪.২৬% (সুত্র: অর্থনৈতিক সমীক্ষা- ২০০৯)।
  •  
  • প্রশ্নঃ দেশের বৃহত্তর বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
  • উঃ মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র।

  • প্রশ্নঃ মেঘনাঘাট বিদ্যুৎ কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে?
  • উঃ ৪৫০ মেগাওয়াট।

  • প্রশ্নঃ দেশে প্রথম গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
  • উঃ সিলেটের হরিপুর বিদ্যুৎ কেন্দ্র।

  • প্রশ্নঃ দেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
  • উঃ দিনাজপুরের বড় পুকুরিয়া (২৫০ মেগাওয়াট)।

  • প্রশ্নঃ নতুন ৪টি বিদ্যুৎ কেন্দ্র কেথায় অবস্থিত এবং কত ক্ষমতাসম্পন্ন?
  • উঃ (১) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ- ২১০ মেগাওয়াট (২) সিলেটের শাহজিবাজার- ৬০ মেগাওয়াট (৩) গাজীপুরের টঙ্গী- ৮০ মেগাওয়াট। (৪) দিনাজপুরের বড় পুকুরিয়া- ২৫০ মেগাওয়াট।   Source: http://www.loginbd.com

No comments:

Post a Comment