Thursday, May 10, 2012

বাজারে ভালো ফ্রিজ কোনটা? অভিজ্ঞ ভাইজান ও আপুমণিরা আওয়াজ দেন গো...

বাজারে ভালো ফ্রিজ কোনটা? অভিজ্ঞ ভাইজান ও আপুমণিরা আওয়াজ দেন গো...

ফ্রিজের ব্যাপারে আমার জ্ঞান শূণ্যের কোঠায়। ফ্রস্ট, ননফ্রস্ট এইগুলান কিছুই বুঝিনা। এইদিকে আম্মা দায়িত্ব দিয়ে বসছেন ভালো একটা ফ্রিজ কিনে নিয়ে আসতে, ক্যামনে কি?! /:) এলজি, স্যামসাং অথবা শার্প ব্র্যান্ডের মধ্যে কিনবো ভাবছিলাম। এক বড়ভাইয়ের কাছে শুনলাম ওয়ালটন ফ্রিজ নাকি বেশ ভালো?!ওয়াল্টন ভালো হলে দেশি জিনিষই কিনতে চাই! ব্লগে বছরখানেকের বেশী সময় ধরে ওয়াল্টন ফ্রিজ ব্যবহার করেন কেউ থাকলে আওয়াজ দেনগো.. আপনারা সাহস দিলে কিনে ফেলবো B-) আর ব্যবহার করে অসন্তুষ্ট হলেও জানান দয়া করে...

- রাফি মাহমুদ

 

এবিসি১০ বলেছেন: হাই বাজেট(৫০০০০+): Fisher & Paykel (New Zealand)
Vestfrost (Denmark)
Hotpoint Ariston (Italy)(এটা বাংলাদেশে অনেক নকল হয়। আসল ইটালিয়ানটা নাও পেতে পারেন)
ওপরের অরিজিনাল রেফ্রিজারেটরগুলো অসাম। ১০ বছরের গ্যারান্টি দেবে।
মিড বাজেট(৩৫০০০-৫০০০০): LG (Indonesian/ Korean)
Sharp (Thailand)
Samsung (Thailand/ China)
এলজির কিছু হাই রেইঞ্জের রেফ্রিজারেটর আছে। অসাম। স্যামি(স্যামসুঙ্গ) হাইটেক ইন্ডাস্ট্রিতে যতোটা ভালো, হোম এপ্লায়েন্সে ততটা ভালো না। শার্প চলে- ভালোই।
লো বাজেট(বিলো ৩৫০০০): ওয়াল্টন। দেশি পণ্য। ফিনিশিং খুব ভালো না হলেও কয়ালিটি ভালো।
আমি বাসায় ব্যবহার করি এলজির টপ রেইঞ্জের একটা। সাথে ভেস্টফ্রস্ট। দারুণ চলছে গতো ৫ বছর ধরে। 

লেখক(রাফি মাহমুদ)বলেছেন: Sharp ফ্রিজ জানতাম জাপানিজ, আপনার থেকে জানা হলো থাইল্যান্ড B:-) ...আমার বাজেট ৪০-এর আশেপাশে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গতমাস থেকে ২০% শুল্ক আরোপের পর আমদানী করা সব ফ্রিজের দাম ৪-৫হাজার বেড়ে গিয়েছে। LG, Sharp, Samsung'র প্রায় সব মডেলই এখন ৪০হাজারের উপর /:)

এবিসি১০ বলেছেন: সোজা বাংলায় ফ্রস্ট ফ্রিজ হলো বরফ জমে যাবে। অনেক বরফ জমবে। গ্রামাঞ্চলে যেখানে একটানা ৬-৭ ঘণ্টা ইলেকট্রিসিটি থাকে না, সেখানে উপকারি এটা। অসুবিধা হলো, অত্যধিক ঠাণ্ডা, আর বরফ সরাতে হবে বারবার। ট্রে থাকলে তা পরিস্কার করতে হবে।
নন ফ্রস্টে ততটা বরফ জমবে না। যতোটা প্রয়োজন ততটাই হবে। শহরের জন্যে এটা ভালো। এটার ট্রে পরিষ্কার করতে হয় না। ঝামেলাহীন।

আপনার এলাকায় ব্যাপক হারে ইলেকট্রিসিটি আউট না হলে ফ্রস্টের কথা চিন্তা করবার দরকার নেই।
 

লেখক বলেছেন: নন ফ্রস্টই নিব তাহলে :D 

এবিসি১০ বলেছেন: ওয়ালটন ভালোই। দেশি জিনিসতো, খারাপ হলে কান ধরিয়ে রেখে ঠিক করিয়ে নেয়া যায়। :)
গ্রামে দুটো আছে, পারফরমেন্স ভালো। সমস্যা হয়নি।
ভুলেও চায়নিজ কোন কোম্পানির ফ্রিজ কিনবেন না। হয় ওয়ালটন, নয়তো প্রতিষ্ঠিত কোম্পানির। 

এস বাসার বলেছেন: HITACHI অথবা SHARP কিনতে পারেন। আমার বাবার কেনা একটি আর একটি আমার কেনা, দুটাই চমৎকার।
বর্তমানে দাম একটু বেশী হবার সম্ভাবনাই বেশী।
ওয়ালটন ছোট বোনকে কিনে দিয়েছিলাম, বেশ ভালই চলছে!  

লেখক বলেছেন: আচ্ছা। Hitachi, Sharp, Walton- সর্টলিস্টে গেল   

রফিক মাহমুদ বলেছেন:
ওয়ালটন ননফ্রস্ট আছে কি না জানি না। আমি যেটা কিনেছি, বাড়ি এসে দেখি ডীপ ফ্রিজ অংশ বাইরে বড় দেখালেও আসলে ভেতরে জিনিস রাখার জায়গা কম, আর ডিফ্রস্ট করতে ভীষণ ঝামেলা। এ ছাড়া আমারটায় ডোর গ্যাস্কেট কোণায় বাঁকা বলে এয়ার লীক আছে।
সুতরাং আপনার প্রয়োজন মত জায়গা ভেতরে আছে কিনা দেখে নেবেন।
ননফ্রস্ট মডেল নেবেন। দামে বেশি হলেও অনেক খাটুনি ও বিরক্তি থেকে রক্ষা পাবেন।
গ্যাস্কেট চারপাশে, বিশেষত কোণাগুলিতে টাইটলি বন্ধ হয় কিনা দেখে নেবেন।
কোরিয়ায় তৈরী পেলে ভালো।
আপনার পছন্দের ফ্রিজটি চিহ্নিত করে দেবেন পাঠানোর আগে।
 

লেখক বলেছেন: লিস্টঃ
১। ভেতরের জায়গা চেক করে নিতে হবে।
২। গ্যাস্কেট চারপাশে, বিশেষত কোণাগুলিতে টাইটলি বন্ধ হয় এটাও দেখে নিব।
পরামর্শের জন্য ধন্যবাদ ভাইজান। ঠকবোনা ইনশাল্লাহ
:) 

এবিসি১০ বলেছেন: আমি বোধহয় ঠিক বোঝাতে পারিনি। ফ্রিজগুলোর নামের পাশে ব্র্যাকেটে যেই দেশের নাম দিয়েছি, সেটা হলো বাংলাদেশে যেসব দেশের ম্যানুফ্যাকচার্ড ফ্রিজ আমদানি করে সে দেশের নাম।
শার্প জাপানিজ কোম্পানি, তবে দেশে শার্প ফ্রিজ আসে থাইল্যান্ড থেকে। এলজি, স্যামসুঙ্গ কোরিয়ান; তবে এখানে এলজি আসে ইন্দোনেশিয়া থেকে প্রধানত। স্যামি চায়নিজ ও নিয়ে আসে।

আপনি এবসুলিউট কোয়ালিটি চাইলে নিউজিল্যান্ডের ফিশার এন্ড প্যায়কেল অথবা ডেনমার্কের ভেস্টফ্রস্ট কিনে নিতে পারেন। কোয়ালিটি অসাম। 
 

লেখক বলেছেন: দুঃখিত, আমারই বুঝতে ভুল হয়েছিল। ফ্রিজ নিয়ে আপনার জ্ঞানের প্রসংশা করতেই হচ্ছে। ভাইজান এত কিছু মনে রাখেন কেমনে?! :-*
ফিশার এন্ড প্যায়কেল, ভেস্টফ্রস্ট দুইটাই বাজেটের বাইরে। বাজেট ক্রস করা আংগুর ফল টক নীতি + ইউজার রিভিউ + দেশী পণ্য এই তিন মিলিয়ে আমার কাছে ওয়ালটনের পাল্লাই সবচেয়ে ভারী লাগছে
B:-/ 

রাশূ বলেছেন: ফ্রিজ যেইটাই কিনেন , অবশ্যই ষ্ট্যাবিলাইজার দিয়ে চালাবেন । এতে ফ্রিজ নষ্ট হবার সম্ভবনা থাকেনা বললেই চলে। 

লেখক বলেছেন: ষ্ট্যাবিলাইজার লিস্টে আছে। মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ :) 

আকাশ_পাগলা বলেছেন: দেশের জিনিস কিনেন ওয়ালটন।
অদের জিজ্ঞাসা করেন মিনিমাম ৬০% দেশে বানাইছে কী না, যদি হ্যা বলে তাইলে এইটাই কিন্যা ফালান।
আমি শুনছিলাম সবই দেশে হয় শুধু ফ্রিজ বাদে। শিওর না। তাই ওদের জিজ্ঞাসা করে নিতে বললাম।

বিদেশ থেকে ইলেক্ট্রিক জিনিস কিনলে, সেইটা নষ্ট হলে ঠিক করতে বহু ফ্যাকড়া। বিদেশ থেকে পার্টস আসবে এই হবে সেই হবে। আর দেশে থাকলে যদি ঠিক নাও করে বাই চান্স, তাও ত কলারটা ধরে দুটা চটকানা মারতে পারবেন ।

দেশের জিনিসই কিনা উচিত।

আমি এলইডি কিনছি কয়দিন আগে ওয়ালটনের। অর্ধেক দাম বাকিডির তুলনায়। কোয়ালিটি ভালো খারাপ জানিনা, তবে দামে সেটা পোষায়া গেছে। 

লেখক বলেছেন: আমার জানামতে ওয়ালটনের নিজস্ব ফ্যাক্টরী হওয়ার পর থেকে পুরা ১০০%-ই দেশী বানানো, এমনকি কপ্রেসরও :D পার্টসের প্রাপ্যতা ও দামের ব্যাপারে সহমত ভাইডি

অরন্যযাত্রী বলেছেন: এবিসি ১০ এর পরামর্শই সবচেয়ে গ্রহণযোগ্য মনে হচ্ছে। গত মাসে আমি ওয়লটনেন নন ফ্রস্ট কিনেছি একটা ওদের ভাষায় ১৭ সিএফ টি, ভালোই মনে হচ্ছে কিন্তু ফ্রিজ চলার শব্দ একটু বেশী মনে হয়েছে।   

দ্যা বারব্যারিয়ান বলেছেন: ওয়ালটন কিনেন। ২ বছর হইল কিনছি, কোন সমস্যা করে নাই। আর যেহেতু দেশী কোম্পানী, স্পেয়ার পার্টস দরকার হলে সমস্যা নাই, আর সার্ভিসও ভালো পাবেন।  

েরজাবলেছেন: ফ্রিজের সিএফটি-র মাপের ক্ষেত্রে সব শো রুমেই বিক্রয়কর্মীরা কম-বেশী মিথ্যা কথা বলে ।
এরা সাধারনত আসল মাপ থেকে ২/৩ সিএফটি বাড়ায়ে বলে ।
সিএফটি-র হিসাব হবে নীচের মত --

২৮ দশমিক ৩ লিটারে এক সিএফটি ।

বাজারে ২৩০ লিটার ক্যাপাসিটির একটি ফ্রিজ এরা ১০ সিএফটি বলে চালায় , যেটা কিনা আসলে ৮ দশমিক ৩ সিএফটি ।

আর এগুলো সবাই বলে মুখে মুখে , কোথাও লিখিত আকারে পাবেন না ।
আর এদের মধ্যে ওয়ালটন হল বস ।

ওয়ালটন ফ্রিজের গায়ে ওদের কারখানা থেকেই পারমান্যান্ট স্টিকারে ভুল সিএফটি লিখে দেয় ( আসল থেকে ২/৩ সিএফটি বাড়ায়ে )
এই কাজ আর কেউ করে না , সবাই মুখে মুখে বলে ।
আপনারা যারা ফ্রিজ কিনবেন বলে ভাবছেন তারা শো-রুমে গিয়ে নিজেই দেখে নিবেন সেটা কত লিটারের ( ফ্রিজের ভেতরে ম্যানুফেকচারারের লাগান স্টিকার পাবেন ) , এটা কখনও ভুল লেখা থাকে না , তারপর ২৮ দশমিক ৩দিয়ে ভাগ করে সিএফটি বের করে নিবেন ।

বিক্রয়কর্মীরা বলতে পারে আমাদের দেশে সবাই সিএফটি হিসাবে কেনে , লিটারে না ।

কথা সত্য , কিন্তু বাংলাদেশে যেমন তিন ফুটে এক গজ হয় , ইউরোপেও সেই
তিন ফুটেই এক গজ হয়, সাড়ে তিন ফুটে না ।
দেখবেন মুখটা কেমন কাল হয়ে যায় ;) 

***************
1 Cubic Foot = 28.3168466 Liters

No comments:

Post a Comment