Monday, June 11, 2012

আমলাতন্ত্রের জটিলতায় বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধান হচ্ছে না

স্টাফ রিপোর্টার, নিউজ এজেন্সি টোয়েন্টিফোর(এপ্রিল ২৮,শনিবার,ঢাকা)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর কবীর বলেন, ‘‘আমলাতন্ত্রের জটিলতায় বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধান হচ্ছে না। এজন্য আমলাতন্ত্র থেকে বের হয়ে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে।’’
আলমগীর কবীর বলেন, ‘‘বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। বাংলাদেশে গত ৩ বছরে গ্রাহকের সংখ্যা বেড়েছে ২১ লাখ। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী তিন হাজার তিনশ  মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ গত তিন বছরে উৎপাদন করা হয়েছে।  তারপরও সমস্যার সমাধান সম্ভব হয়নি।’’

তিনি বলেন, ‘‘আসছে গ্রীষ্মে লোডশেডিং ঠেকাতে সরকার এবং বেসরকারি সেক্টরের লোকজন চেষ্টা অব্যাহত রেখেছেন। এমনকি বিদেশি বিনিয়োগ সাদরে গৃহীত হচ্ছে।’’

তিনি বলেন, বোরো মৌসুমের ও নতুন করে ২১ লাখ সংযোগের কারণে বর্তমানে বিদ্যুতের সমস্যা হচ্ছে।

তিনি বিদ্যুতখাতকে আমলাতন্ত্রের বেড়াজাল থেকে মুক্ত করারও পরামর্শ দেন। বিদ্যুতখাতের প্রকৃত উন্নয়ন করতে চাইলে সরকারকে আমেরিকার মতো পেশাদার জনবল দিয়ে কাজ করতে হবে।
Source: http://www.newsagency24.com

No comments:

Post a Comment