Tuesday, May 1, 2012

একটি প্রেসার কুকার এব ং ভারতবর্ষ

একটি প্রেসার কুকার এব ং ভারতবর্ষ 

-- কমলেশ পাল

উনুনের সামনে আমার স্ত্রী হাঁটুর উপর থুতনি রেখে
চুপচাপ বসে আছে৷ তার ফুট-চারেক দূরে
আমাদের বাচ্চারা বসে আছে৷
উনুনের ওপরে প্রেসার কুকার৷
সেটি দু মিনিট অন্তর ছেড়ে যাচ্ছে দীর্ঘশ্বাস৷
ভিতরের তুমুল উত্তাপ, উত্তেজনা -
মাংস আর মসলার তুলকালাম কাণ্ডকারখানা -
মাঝে মাঝে ফোঁস্ করে ছড়িয়ে দিচ্ছে খানিকটা বাষ্প
খানিকটা মসলার ঝাঁঝ৷

আজ দুপুরে দেখলাম, মৌলালি দিয়ে ধর্মতলায়
ঢুকে যাচ্ছে কৃষকদের দীর্ঘ মিছিল৷
গতকাল আরও বড় শ্রমিক-জমায়েত নাকি বম্বেতে হয়েছে৷
গত পরশু দিল্লিতে বোটক্লাবের সামনে অনশন গেছে৷
আগামী-কাল ভারত বন্ধ্৷
গণতন্ত্র কাজ করছে৷
পরশু সবকটি নিরপেক্ষ সংবাদপত্রে ছাপা হবে
সাফল্য এব ংব্যর্থতার খবর পাশাপাশি কলামে৷

ভারতবর্ষে প্রতিদিন একটা করে কারখানার দরজায়
তালা ঝোলানো হচ্ছে৷ প্রতিদিন
কয়েক হাজার শ্রমিক হাত কামড়াতে কামড়াতে বসে পড়ছে রাস্তায়৷
প্রতিদিন শত শত জমিহীন কৃষক
গ্রামের মাটি থেকে উত্ক্ষিপ্ত হয়ে ছিট্কে পড়ছে
শহরের য়্যাসফাল্টে৷

ভিড় বাড়ছে৷ ট্রাফিক-জ্যাম বাড়ছে৷ শনি বাড়ছে৷ গ্রহ-শান্তি বাড়ছে৷
লটারি বাড়ছে৷ আইন-শৃঙ্খলার সমস্যা বাড়ছে৷
নেতাদের আয়তন বাড়ছে৷
সরকারী পক্ষের নেতা এখন বিরোধী পক্ষের নেতার সঙ্গে
ন-ইঞ্চি ডুবে যাওয়া স্পঞ্জের ডিভানে বসে সেফটি ভাল্ভ্ খুঁজছেন ৷৷৷৷৷

দু-একটা খুন, দু-একটা বলাত্কার, দু-একটা ব্যাঙ্ক ডাকাতি
বিক্ষোভ, বন্ধ্ ৷৷৷৷৷৷৷৷৷৷ পঞ্চাশ কোটি মানুষের দীর্ঘশ্বাস
তাদের ঘৃণা এব ং অবিশ্বাস ৷৷৷৷৷
এর ভিতর দিয়ে কতটুকু বেরিয়ে আসতে পারছে?
কিছু কিছু জমে যাচ্ছে না তো?৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷

ধুস্, তোমার প্রেসার কুকারটা এবার নামাও৷

সেই কখন থেকে একনাগাড়ে ফোঁসফোঁস করে যাচ্ছে -
ঢাকনা খুলে দ্যাখো, হাড়-মাংস বোধ হয় আলাদা হয়ে গেল৷

 Source: http://komoleshpaal.blogspot.com

 

No comments:

Post a Comment