Tuesday, May 15, 2012

রুয়েটে জ্বালানি সাশ্রয়ী গাড়ি

রুয়েটে জ্বালানি সাশ্রয়ী গাড়িজাকির হোসেন জ্বালানি সাশ্রয়ী গাড়ি আবিষ্কার করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রছাত্রীরা। দুই ও তিন চাকার এ গাড়িটির বিশেষ বৈশিষ্ট্য, অপেক্ষাকৃত কম জ্বালানি নিয়ে দ্রুত চলতে পারে। স্থানীয় কাঁচামাল দিয়ে এ গাড়ি তৈরিতে খরচ হয়েছে মাত্র ১০ হাজার টাকা। রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত 'অয়্যার হর্স টিম' এবং 'দ্য রয়েল টিম' এর ২৮ ছাত্রছাত্রী যৌথভাবে কাজ করেছেন এ গাড়ি তৈরিতে। জ্বালানি সাশ্রয়ী গাড়ি সম্পর্কে বিস্তারিত জানিয়ে প্রকল্পের প্রধান সমন্বয়কারী রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক শাহজাদা মাহমুদুল হাসান জানালেন, 'উদ্ভাবনটি আমাদের রুটিন গবেষণার অংশ। গাড়িটি অত্যন্ত জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। আমরা চাই অতি অল্প খরচে সবাই যাতে গাড়িটি ব্যবহার করতে পারেন। তা ছাড়া পেট্রলের পরিবর্তে অন্য কোনো জ্বালানি ব্যবহার করা যায় কি না তা ভাবা হচ্ছে। আশা করি খুব সহজে বাংলাদেশের সব অঞ্চলে গাড়িটির গ্রহণযোগ্যতা বাড়বে।' এ প্রসঙ্গে দলের অন্যতম সদস্য রাসেদ হোসেন বলেন, 'আমরা জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির (জাইকা) সাহায্যেই এ প্রকল্প শুরু করি এবং শেষ পর্যন্ত শতভাগ সফল হয়েছি বলে মনে করি।' আরেক সদস্য যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র গোলাম আরিফ অবশ্য নিজেদের সাফল্যের পেছনে বিভাগের সভাপতি ড. নীরেন্দ্ররাথ মোস্তাফির অবদান বড় করে দেখছেন। জানালেন, 'স্যার সব সময় আমাদের অনুপ্রাণিত করেছেন সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করতে।' প্রকল্পটি প্রদর্শন শেষে রুয়েটের উপাচার্য ড. সিরাজুল করিম চৌধুরী বলেন, 'এ ধরনের গাড়ি ক্রমবর্ধমান জ্বালানি সংকটে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। সরকারি সহযোগিতা পেলে প্রকল্পকে বাস্তব ক্ষেত্রে ব্যবহার উপযোগী করে তোলা সম্ভব।
নিজেদের তৈরি গাড়ির পেছনে রুয়েটের ছাত্ররা
 ২১ মার্চ ২০১২Source: http://www.kalerkantho.com 

No comments:

Post a Comment