Monday, May 7, 2012

সৌর বিদ্যুৎ: আমরা এদিক থেকে কেন পিছিয়ে ?

সৌর বিদ্যুৎ:

আমরা এদিক থেকে কেন পিছিয়ে ?

সৌর বিদ্যুৎ ও বায়ো গ্যাস নিয়ে আগ্রহ আমার বরাবরেই । আমাদের মত গরীব দেশে এর প্রসার কেন বাড়ছে না, তা আমার বোধগম্য নয় । আমরা যারা IPS ব্যবহার করি, তারা battery charging এর জন্য PDB/DESA line ব্যবহার না করে solar pannel ব্যবহার করতে পারি । গ্রামে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি দুরে দুরে (শহরের মত না), সেক্ষেত্রে electric line টানার খরচ বেশী । অনেক ক্ষেত্রে অনেক অনেক বেশী । সে সব চিন্তা করলে সৌর বিদ্যুৎ আমাদের অনেক সহায়ক । শুনেছি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে সৌর বিদ্যুৎ ও বায়ো গ্যাস ব্যবহার আমাদের থেকে অনেক অনেক বেশী । আমরা এদিক থেকে কেন পিছিয়ে ? 

- মো: খায়রুল বাসার

http://www.somewhereinblog.net

No comments:

Post a Comment