Wednesday, May 9, 2012

নওগাঁয় জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন উদ্ভাবন

নওগাঁয় জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন উদ্ভাবন 

নওগাঁর এক নিভৃত পল্লীতে কোন জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করছেন গ্রামবাসী। নওগাঁর বদলগাছী উপজেলার প্রত্যন্ত গ্রাম বারাতৈলে গ্যাস, পেট্রোল, ডিজেল ও কয়লার মত জ্বালানি বা সৌরশক্তির ব্যবহার ছাড়াই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বারাতৈল গ্রামের দুটি পাড়ার লোকজন নিয়ে গড়ে উঠেছে ‘ক্ষুদ্র গ্রামীণ বিদ্যুৎ সমিতি’। ১২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে এ সমিতির ব্যবস্থপনায় দুই গ্রামের ১৪২টি বাড়ি ও ৩ টি মসজিদে এ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। বিদ্যুৎ গ্রাহকরা জানান, বাজার থেকে কেনা বৈদ্যুতিক মিটারের সাহায্যে প্রত্যেক গ্রাহকের বিলের হিসেব করা হয়। প্রতি গ্রাহককে মাসে ৯৫ টাকা লাইন রেন্ট ও সার্ভিস চার্জ দিতে হয়। আর প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ টাকা ৮৫ পয়সা। ছাত্রছাত্রীরা এখন বৈদ্যুতিক আলোতে লেখাপড়া করতে পারছে। ফ্যান, ফ্রিজসহ সবধরণের বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করা যাচ্ছে বলে আনন্দিত এলাকার মানুষ। জ্বালানিবিহীন বিদ্যুতের উদ্ভাবক বদিউজ্জামান বলেন, ১০ বছর পরিশ্রমের পর এ প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছেন তিনি। ১২ ভোল্টের ৪টি ব্যাটারি ও ১টি ইউপিএসের সাহায্যে একটি বৈদ্যুতিক মোটর ঘুরিয়ে একটি ৩ কিলোওয়াটের জেনারেটর চালানো হয়। একটি স্টেপ-আপ ট্রান্সফরমার দিয়ে ১১ হাজার ভোল্ট উৎপাদন করা হয়। আরেকটি স্টেপ-ডাউন ট্রান্সফরমার দিয়ে ১১ হাজার থেকে ২২০ ভোল্টে রূপান্তর করা হয়। এ বিদ্যুৎ দিয়ে আবার ব্যাটারিগুলো চার্জ করা হয়। তাই এখানে কোন জ্বালানির প্রয়োজন হয় না। এ বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় কোন জ্বালানি ব্যবহার হচ্ছে না বলে এটি পরিবেশ বান্ধব, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আরো বৃহত্তর পরিসরে এ বিদ্যুৎ ব্যবহার করা যাবে এবং সহজেই জনপ্রিয়তা অর্জন করবে বলে মনে করছেন সুফলভোগী গ্রাহকরা।  

 

Source: http://www.amarblog.com

No comments:

Post a Comment