Sunday, May 6, 2012

স্বল্প মূল্যে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

স্বল্প মূল্যে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

 
হাসান আরিফ:
স্বল্পমূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এতে ইউনিট প্রতি ব্যয় হবে ১০ থেকে ১৫ টাকা। নতুন এ পদ্ধতিতে ব্যাটারির প্রয়োজন হবে না। বর্তমানে ইউনিট প্রতি ব্যয় হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। অপরদিকে ডিজেলভিত্তিক প্লান্টে প্রতি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে ১৮ থেকে ২০ টাকা। জানা গেছে, স্বল্পমূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি উন্নয়ন, আমদানি-কৃত সোলার প্যানেলের গুণগত মান পরীক্ষার ব্যবস্থা করা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইন্সটিটিউটের জনবলের মানোন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান, গ্রিন হাউজ গ্যাস নির্গমন-প্রশমন এবং জাতীয় গ্রিড লাইনের উপর নির্ভরতা কমানোর জন্য এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ২৮ লাখ টাকা। জানা গেছে, এরই মধ্যে বিসিএসআইআর কাজ শুরু করে দিয়েছে। প্রকল্পটি সঠিকভাবে এগিয়ে গেলে আগামী ২ বছরের মধ্যে এর বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। এ প্রকল্পে দেশের বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সহযোগিতা করছেন। এজন্য কোনো বিদেশি পরামর্শক নিয়োগ দেয়া হয়নি। সূত্র জানায়, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য উৎসের মধ্যে কয়লা, জ্বালানি তেল ও পানি সম্পদ উল্লেখযোগ্য। কিন্তু দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ ক্রমেই শেষ হয়ে যাচ্ছে, অন্যদিকে শিল্প কারখানা ও গৃহস্থালি কাজেও গ্যাসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ক্রমবর্ধমান চাহিদা এবং খনিজ সম্পদের অপ্রতুলতার কারণে জ্বালানি সঙ্কট দূর করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার হিসেবে সৌরবিদ্যুৎ প্রযুক্তি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। তাই বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহার করা হলে জাতীয় গ্রিডের উপর চাপ কমানো সম্ভব হবে বলে মনে করে বিসিএসআইআর। বিসিএসআইআর সূত্রে জানা গেছে, দেশে সোলার সেল তৈরির কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন দেশ থেকে সোলার সেল আমদানি করে প্যানেল গঠন করা হয় এবং সরাসরি প্যানেলও আমদানি করা হয়। তাই প্রথমবারের মতো দেশে ফ্লিম সোলার সেল তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এতে স্বল্পমূল্যে সোলার প্যানেল প্রস্তুত করা সম্ভব হবে। জানা গেছে, ২০০৯ সালের ২৪ আগস্টের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন সহজলভ্য করার জন্য স্বল্প মূল্যে সৌর প্যানেল উদ্ভাবন ও উৎপাদনের ব্যবস্থা করার। এ ব্যাপারে বিসিএসআইআর চেয়ারম্যান ড. এ আই মোস্তফা যায়যায়দিনকে, জ্বালানির অপ্রতুলতার কারণে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তার জন্য নবায়নযোগ্য জ্বালানি হিসাবে সৌরশক্তির বিকল্প নেই। কিন্তু এ প্রযুক্তিটি বর্তমানে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান সোলার প্যানেল উৎপাদন করলেও প্যানেলের মূল উপাদন সোলার সেল উৎপাদন করা হয় না। শুধু সোলার সেলগুলো একত্রে সংগঠন করা হয়ে থাকে। তাই ভবিষ্যৎ জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সোলার সেল প্রস্তুত সংক্রান্ত গবেষণা এখনই শুরু করা প্রয়োজন। 
 
Date: 2012-03-21

No comments:

Post a Comment